হোয়াইট হাউসে মাস্কের মারামারি

৮ জুন : হোয়াইট হাউসের মধ্যেই এলন মাস্ক মারামারিতে জড়িয়েছিলেন হোয়াইট হাউসের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে। সূত্রের খবর এমনটাই। বেসেন্ট মাস্কের ভাবনা কতটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন তোলেন। তাকে প্রতারক বলায় মাস্ক রেগে গিয়ে কাঁধ দিয়ে সজোরে আঘাত করেন বেসেন্টের পাঁজরে। পাল্টা দেন বেসেন্টও। ট্রাম্প এতে পক্ষ নেন তার দলের নেতা বেসেন্টের। এতে আরও রেগে গিয়ে মাস্ক ট্রাম্পের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ করেন।

এ দিকে, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। আর কথাও বলতে চান না। জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাস্ক যদি তাঁর পথে বাধা হয়ে দাঁড়ান, তবে ভয়ানক পরিণতি হতে পারে। সেই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন। জানালেন, তাঁর বিল আটকাতে এ বার যদি মাস্ক ডেমোক্র্যাটদের দিকে ঝোঁকেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

হোয়াইট হাউসে মাস্কের মারামারি
Spread the News
error: Content is protected !!