শহিদ সুদেষ্ণাকে স্মরণ শিবেরগুলে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের শহিদ সুদেষ্ণা সিনহার মৃত্যু দিবস উপলক্ষে শনিবার পাথরকান্দির লোয়াইরপোয়া এলাকার শিবেরগুল গ্রামে শহিদ দিবস পালন করা হয়। এদিন প্রথমে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবা আশ্রম কমিটির প্রেসিডেন্ট সুবাস সিনহা প্রদীপ প্রজ্জোলন করেন তারপর শহিদ সুদেশ্নার স্মরণে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য ১ মিনিট মৌনতা পালন করা হয়। পরে অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিশিষ্ট শিল্পী চন্দ্রকান্ত সিনহা শহিদ সুদেষ্ণার জীবনী সম্পর্কে বিষদ আলোচনা করেন।

শহিদ সুদেষ্ণাকে স্মরণ শিবেরগুলে

বিশিষ্ট শিক্ষাবিদ সুশান্ত সিনহা বক্তব্য রাখতে গিয়ে সুদেশ্নার জীবনের বিভিন্ন দিক তোলে ধরেন। এছাড়াও বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব জাগরণ মঞ্চের প্রেসিডেন্ট তথা বিশিষ্ট সমাজসেবী মনীধন সিনহা শহিদ সুদেশ্নার আত্ম বলিদানের করার উপর তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব জাগরণ মঞ্চের সচিব কালীচরণ সিনহা শহিদ সুদেশ্নার আত্মা বলিদানের কথা তুলে ধরেন এবং সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজকে একত্রিত ভাবে মিলে কাজ করে সরকারের কাছে গণতান্ত্রিকভাবে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরার জন্য অহব্বান করেন। এতে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা অসম রাজ্যের প্রেসিডেন্ট তরুণ সিনহা শহিদ সুদেষ্ণার জীবনী সম্পর্কে আলোচনা করেন।

শহিদ সুদেষ্ণাকে স্মরণ শিবেরগুলে

উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া গ্রাম পঞ্চায়েত সভাপতি বর্ণালী সিনহা, শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবা আশ্রম কমিটির সেক্রেটারি বিপিন সিনহা, সেবা আশ্রম কমিটির কোষাধ্যক্ষ সুশিল সিনহা প্রমুখ। কার্যক্রমে বাজারিছড়া মাকুন্দা ক্রিস্টিয়ান মিশনারী হাসপাতালের কাউন্সিলর রবেন সিংহ সহ উপস্থিত অতিথি সহ অন্যান্যরা শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান।

Author

Spread the News