সোনাইয়ে সেমিতে মারিয়া এফসি ভাগা

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : টাইব্রেকারে সোনাই ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল মারিয়া এফসি ভাগা । শুক্রবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে নির্ধারিত সময়ে ম্যাচ ড্র করে ভুট্টো এফসি ডুংরিপার। তবে টাইব্রেকারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ডুংরিপার। টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী হয় মারিয়া এফসি।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন গোলকিপার ভেঙগা। তাঁর হাতে হাজি রবিজুল হক স্মৃতি পুরস্কার তুলে দেন ইমারুল শেখ।

এ দিন ম্যাচ পরিচালনা করেন সাহিদ চৌধুরী, ইজাজ আহমেদ, হোসেন লস্কর, ও নসরুল আলম। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে মুখোমুখি হবে এমসিডি কলেজ বনাম ধনিপুর একাদশ।

Spread the News
error: Content is protected !!