শিলচরে কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সমাপ্তির দিনে মার্চ ফাস্ট

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর উদ্যোগে কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনু্ষ্ঠান সোমবার গান্ধীভবনে সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু হয়। এর আগে সকাল ৯ টায় অম্বিকাপট্টি পয়েন্ট থেকে কিশোর কিশোরী সংগঠন কমসোমল এর দেড় শতাধিক সদস্য সদস্যরা মার্চ ফাস্ট করে প্রেমতলা, শিলংপট্টি, পার্করোড হয়ে গান্ধী ভবনে পৌঁছে সেখানে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ কনকলতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

শিলচরে কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সমাপ্তির দিনে মার্চ ফাস্ট

মার্চ ফাস্ট শুরুর আগে সমিতির সম্পাদক দুলালী গাঙ্গুলি বলেন, কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে ২০২৩ এর ২২ ডিসেম্বর থেকে বছরব্যাপী নানা ধরনের অনুষ্ঠান কাছাড় জেলার বিভিন্ন স্কুল, কলেজে করা হয়। এছাড়াও গত ৯ সেপ্টেম্বর শিলচর থেকে ভাগাবাজার পর্যন্ত সাইকেল র‍্যালি ও ২২-২৪ ডিসেম্বর শিলচর-গহপুর-শিলচর বাইক র‍্যালি আয়োজন করে জনসাধারণের মধ্যে কনকলতার আত্মবলিদানের ইতিহাস ছড়িয়ে দেওয়া ও বর্তমান প্রজন্মকে যথার্থ দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে যুগোপযোগী আদর্শের ভিত্তিতে সংগ্রাম গড়ে তুলে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণে এগিয়ে আসার অঙ্গীকার গ্রহণে এই উদ্যোগ নেওয়া হয়।

শিলচরে কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সমাপ্তির দিনে মার্চ ফাস্ট

Author

Spread the News