চিত্র সাংবাদিকতার আলোকিত ব্যক্তিত্ব মনোরঞ্জন দে-র স্মরণসভা

বরাক তরঙ্গ, ২২ মে : সংবাদমাধ্যমে খবর পরিবেশনের ক্ষেত্রে ছবির বিশেষ গুরুত্ব থাকে। একটি সচিত্র সংবাদ প্রতিবেদন সহজেই দৃষ্টি আকর্ষণ করে সবার। আর এই প্রেক্ষাপটে বরাক উপত্যকায় চিত্র সাংবাদিকতার শক্তিশালী স্তম্ভ মনোরঞ্জন দে তাঁর বিশেষ অবদান স্মরণীয় হয়ে থাকবেন। বুধবার শিলচর প্রেস ক্লাবে মনোরঞ্জন দে-র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তাঁর বর্ণময় কর্মজীবনের নানা দিক তুলে এ ভাবেই আলোচিত হয়।

শিলচর প্রেস ক্লাব ও বরাক উপত্যকা চিত্র সাংবাদিক সংস্থা আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য।বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, বরাক উপত্যকা চিত্র সাংবাদিক সংস্থার  সাধারণ সম্পাদক সুদীপ সিং, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, অধ্যাপক সুব্রত দেব, সাংবাদিক পাপলু দাস, সমীরণ চৌধুরী, সুজিত ঘোষ, জগৎজ্যোতি রায়, কবি- সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য প্রমুখ।মনোরঞ্জন দে-র স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Spread the News
error: Content is protected !!