রামনগরে সোনার বিস্কুট উদ্ধার, ধৃত মণিপুরের যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুলাই : শিলচর রামনগর বাইপাস এলাকায় এক বিশেষ অভিযানে তিনটি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করে কাছাড় পুলিশ। রবিবার গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানে সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারী মণিপুরের চুড়াচাঁদপুরের লামকার বাসিন্দা  খামনেউ মুনলুয়া (৩২)। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলির মোট ওজন প্রায় ৪৩৯ গ্রাম।

উদ্ধারকৃত সোনার বিস্কুটগুলি ঘটনাস্থলে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় যে, এই সোনার বিস্কুটগুলি মণিপুর থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলি শিলচর ISBT-র কাছাকাছি কোনও স্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনাটি পুলিশ তদন্ত শুরু করেছে।

Spread the News
error: Content is protected !!