ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : অবশেষে
ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের। জাতিদাঙ্গায় প্রায় দুই বছর ধরে অশান্ত মণিপুর। এরপর বাববার বিরোধী সহ বিভিন্ন মহল ইস্তফার দাবি তুলছিল।

শেষমেশ রবিবার ইম্ফলে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন বীরেন।

মণিপুরে ৬০ আসনের বিধানসভায় বিজেপির ৩২ জন বিধায়ক আছে। হিংসা থামাতে ব্যর্থ হওয়ায় রাজ্যের সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল এনপিপির ৭ জন বিধায়ক। তবে মণিপুরে সংখ্যার দিক থেকে এখনও সরকার চালানো নিয়ে সংশয় নেই বিজেপি-র।

ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ
ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ
Spread the News
error: Content is protected !!