বঙাইগাঁওয়ে সিপিএমের প্রচারে মানিক সরকার
বরাক তরঙ্গ, ২ মে : বঙাইগাঁওয়ে নির্বাচনী প্রচারে এলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।তিনি বরপেটা লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মনোরঞ্জন তালুকদারের প্রচারে বৃহস্পতিবার বঙাইগাঁও শহরে ইন্দিরা গান্ধী রোডে থাকা এক হোটেলে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সিপিএম দল জাতি ধর্মের রাজনীতি বিশ্বাস করে না এবং তাঁরা এ ধরনের রাজনীতি করেনও না। বিজেপি দলের নাম সরাসরি উচ্চারণ না করে উল্লেখ করে যে ধর্ম, সম্প্রদায়, জাতপাত এই সমস্ত ভীতি করে মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। কিছুদিন আগে রাম মন্দিরে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, তবে এইবার লোকসভা নির্বাচনে এর প্রভাব বেশি পড়বে না। সিপিএম সব সময় বলে আসছে মানুষের মধ্যে দুইটি শ্রেণি একটি শোষক আরেকটি শোষিত। এই দল একটি আদর্শ নিয়ে চলে আসছে এবং এই সমস্ত জাতপাতের রাজনীতি বিশ্বাস করে না।
সর্বভারতীয় ক্ষেত্রে সিপিএমের শক্তি কখনও কমছে বা কখনও বৃদ্ধি পাচ্ছে। এবার হয়তো কমেছে আগামীতে হয়তো আরও সিপিএম দল শক্তিশালী হবে বলে দৃঢ় বিশ্বাস। সাংবাদিক সম্মেলন শেষ করে বঙাইগাঁও জেলার অন্তর্গত মানিকপুরে সিপিএম দলের একটি জনসভাতে যোগ দিতে রওয়ানা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকার।