কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রীর সঙ্গে দেখা করতে উত্তর পূর্বের একমাত্র প্রতিনিধি ত্রিপুরার মণিদীপ
বরাক তরঙ্গ, ২০ জুলাই : আগামী ২৩ জুলাই কেন্দ্রীয় সাংস্কৃতিক দফতরের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি পাড়ি দিচ্ছেন সমগ্র উত্তর-পূর্বাঞ্চল থেকে একমাত্র প্রতিনিধি সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নাট্য বিষয়ে ফেলোশিপ প্রাপক তথা ত্রিপুরার লারনার্স নাট্য দলের কর্ণধার মণিদীপ দাস সুমন। ইন্দোর মধ্যপ্রদেশের প্রখ্যাত নাট্যনির্দেশক তথা ‘অভিনয় রঙমন্ডল’ নাট্য দলের কর্ণধার শারদ শর্মার নেতৃত্বে সমগ্র দেশের নির্বাচিত ২২ জনের নাট্যকর্মীর একটি প্রতিনিধি দলে সমগ্র উত্তর-পূর্বাঞ্চল থেকে একমাত্র প্রতিনিধি মণিদীপ দাস রয়েছেন। জানা গেছে, এই প্রতিনিধি দলে প্রায় তেরোজন জাতীয় পুরস্কারের সম্মানিত নাট্যকর্মী, সংস্কৃতি মন্ত্রণালয়ের ফেলোশিফ প্রাপক অথবা জাতীয় পর্যায়ে সমাদৃত নাট্য শিল্পী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় (নয়াদিল্লি)-র প্রাক্তন নির্দেশক সুরেশ শর্মা , বিহারের প্রখ্যাত নাট্যনির্দেশক সঞ্জয় উপাধ্যায়, হরিয়ানার প্রখ্যাত নির্দেশক মনিশ যোশী, রাজস্থানের প্রখ্যাত নাট্য নির্মাতা গগন মিশ্র, পশ্চিমবঙ্গ থেকে সঙ্গীত নাটক অ্যাকাডেমি যুব পুরস্কারে ভূষিত নাট্যকর্মী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নাট্যকর্মী এবং নাট্য নির্দেশকগণ উপস্থিত থাকবেন বলে নাট্যকর্মী মনিদীপ দাস সুমন এই প্রতিবেদককে জানান। খুব সম্ভবত আগামী ২৩ অথবা ২৪ জুলাই নয়াদিল্লিতে ভারতবর্ষের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের সঙ্গে সরাসরি সাক্ষাতে বসবেন তারা।
শুক্রবার এনিয়ে এক সাক্ষাতে মণিদীপ দাস সুমন আরও বলেন, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নাট্য বিষয়ক বিভিন্ন বিশেষজ্ঞ কমিটিতে নিয়মিত থিয়েটার কর্মীকে সংযুক্ত করা, থিয়েটার বিষয়ক বিভিন্ন অনুদান (সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য অনুদান, গুরু-শিষ্য অনুদান ইত্যাদি) নিয়মিত করা, অসম সহ বিভিন্ন রাজ্যের নাট্য শিল্পীদের নিজেদের মধ্যে আরও বেশি করে সাংস্কৃতিক অনুষ্ঠান আদান-প্রদানের সুযোগ করে দেওয়া, পূর্বোত্তর নাট্য সমারোহ, অক্টেভ, রাষ্ট্রীয় নাট্যবিদ্যালয় কর্তৃক উত্তর পূর্বাঞ্চলে পাঁচটি শো ইত্যাদি বন্ধ হওয়া নাট্য উৎসব ও অনুদান গুলি পুনরায় চালু করা ছাড়া ও সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নাট্য দলকে নিয়ে জাতীয় পর্যায়ে একটি নাট্য সংগঠন তৈরি করার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা।