আম বোঝাই ট্রাক উল্টে মৃত্যু ৯ শ্রমিকের
১৪ জুলাই : রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন শ্রমিক। আহত আরও অন্তত ১০ জন। মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায় আম বোঝাই ট্রাকটি। দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলার রাজামপেটা এলাকার রেড্ডিপাল্লে কজওয়েতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি ইসুকাপাল্লে থেকে রাজামপেট যাচ্ছিল। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ পুল্লামপেট্টায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপরই ৩০-৪০ টন আম বোঝাই ট্রাকটি উল্টে পড়ে যায় রাস্তার পাশের খালে। ট্রাকের উপরে বসেছিলেন প্রায় ২১ জন শ্রমিক। উল্টে পড়ার সঙ্গে সঙ্গেই আমের স্তূপে চাপা পড়ে যান তাঁরা।
মৃতদের মধ্যে রয়েছেন পাঁচজন মহিলা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয় রাজামপেট হাসপাতালে, পরে কয়েকজনকে কুডাপ্পার রিমস হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। মাটি কাটার যন্ত্র ও ক্রেন ব্যবহার করে শুরু হয় উদ্ধারকাজ। বহু শ্রমিককে আমের স্তূপের তলা থেকে টেনে বার করা হয়। ট্রাকচালক বেঁচে গিয়েছেন। তিনি জানান, উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতেই বিপত্তি ঘটে।
শ্রমিকরা সবাই রাইলে কোডুরু ও তিরুপতির ভেঙ্কটাগিরি এলাকার বাসিন্দা। তাঁদের আম বাগানে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আম বোঝাইয়ের পর ট্রাকটি কোডুরু বাজারের দিকে রওনা দিয়েছিল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্রমিকদের পরিবার ও এলাকা জুড়ে।