সাংসদ পরিমলকে কাটিগড়ায় বিশেষ নজর দেওয়ার আহ্বান মণ্ডল সভাপতির

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৮ জুন : “এই জয় আমার নয়, দলের প্রত্যেক কর্মীর, এই জয় বিজেপির, দলীয় চিহ্ন দেখে যাঁরা ভোট প্রদান করেছেন, তাঁদের প্রত্যেকের জয়।” মঙ্গলবার বিজেপি কাটিগড়া মণ্ডল আয়োজিত সংবর্ধনা সভায় এভাবেই দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করেন নব নির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তাঁর কথায়, পরিমল শুক্লবৈদ্যেকে জয়ী করার চেয়ে শক্তিশালী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা গণতন্ত্রের এই মহাপর্বে যেভাবে নিজেরা প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করেছেন, তা এককথায় অভূতপূর্ব।

সাংসদ পরিমলকে কাটিগড়ায় বিশেষ নজর দেওয়ার আহ্বান মণ্ডল সভাপতির

সংবর্ধনা সভায় দলের বিভিন্ন কর্মীদের কাছ থেকে বিপুল সংবর্ধনা পেয়ে উপস্থিত দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি এদিন এও বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর বরাকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। আর এবারেও কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। বরাকের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। সমগ্র রাজ্য তথা দেশের সঙ্গে সর্বাঙ্গীণ উন্নয়নের ক্ষেত্রে বরাক উপত্যকা যাতে পিছিয়ে না থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন পরিমল শুক্লবৈদ্য।

সাংসদ পরিমলকে কাটিগড়ায় বিশেষ নজর দেওয়ার আহ্বান মণ্ডল সভাপতির

এদিন কাটিগড়া মণ্ডলের সভাপতি বিশালাক্ষ দেবের পৌরহিত্যে আয়োজিত সভায় স্বাগত বক্তব্যে নব নির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ভুয়সী প্রশংসা করে কাটিগড়ায় দলীয় বিধায়ক না থাকায় কাটিগড়ার প্রতি বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেন মণ্ডল সভাপতি বাবলা। একই সুরে লোকসভা নির্বাচনের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ইনচার্জ সুখেন্দু কর পরিমল শুক্লবৈদ্যকে কাটিগড়ার জন্য বিশেষ প্যাকেজের আবেদন রাখেন। সভায় বক্তব্য রাখেন পশ্চিম কাটিগড়া মণ্ডলের প্রভারি রসরাজ দাস প্রমুখ।

Author

Spread the News