মামার বাড়িতে গিয়ে সলিলসমাধি একরত্তির

বরাক তরঙ্গ, ১ জুলাই : হৃদয়বিদারক ঘটনা! মামার বাড়িতে গিয়ে সলিলসমাধি ঘটল একরত্তির। ঘটনাটি ঘটেছে কালাইনে। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টা নাগাদ উত্তর কৃষ্ণপুর কোণারগ্রামের বাসিন্দা নাসিম আহমেদ খানের একমাত্র ছেলে সুহন আহমেদ খান (৩) কালাইনে তার মামার বাড়িতে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে কালাইন পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। য়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেয় পুলিশ। রাত সাড়ে ৮টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রয়াত সুহন সাংবাদিক গুলশন আহমেদ খানের ভাতিজা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মামার বাড়িতে গিয়ে সলিলসমাধি একরত্তির

Author

Spread the News