দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে মোদির হাতকে শক্ত করার আহ্বান মালার

দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে মোদির হাতকে শক্ত করার আহ্বান মালার

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বের ফলে ভারত আজ বিশ্বের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে। আগামীদিনে ভারত যাতে আর এগিয়ে যেতে পারে তার জন্য দেশের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে মোদিজির হাতকে আরও মজবুত করতে হবে। রবিবার দুপুরে কাটলিছড়া নজরুল ভবনে  কাটলিছড়া মণ্ডল ও দক্ষিন হাইলাকান্দি মণ্ডলের যৌথ কার্যকর্তা সম্মেলনে এসে এমন মন্তব্য করলেন করিমগঞ্জের বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালা।

কাটলিছড়ায় বিজেপির দুই মণ্ডলের কার্যকর্তা সম্মেলন

জেলা সভাপতি স্বপন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যকর্তা সম্মেলনে তিনি বলেন, গত পাঁচ বছর সাংসদ তহবিলের টাকায় কোন কাজ হয়নি বলে যারা অপপ্রচার চালাচ্ছে তাহা আসলে মিথ্যা অপপ্রচার।কেননা করোনা কালে দুবছর চলে যায়। এই দুবছরের সাংসদ তহবিলের পুরো টাকা দেশের প্রতিজন মানুষের দেহে প্রবাহিত হচ্ছে। করোনাকালে বিনামূল্যে রেশনের অতিরিক্ত চাল, করোনার ভ্যাকসিন এসব সাংসদ তহবিলের টাকায় দেওয়া হয়েছে। বাকি তিন বছরে ১৫ কোটি টাকা  করিমগঞ্জ ও হাইলাকন্দি জেলার বিভিন্ন স্থানে স্কিম ধরে কাজ হয়েছে। এরপরও অনেক কাজ বাকি রয়েছে তা আগামী দিনে পূরন হবে। এছাড়া কেন্দ্র সরকারের অনেক প্রকল্পের কাজ চলছে যা রাজ্য সরকার বাস্তবায়ন করলেও কেন্দ্র সরকারের আর্থিক সাহায্য জড়িত আছে।

দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে মোদির হাতকে শক্ত করার আহ্বান মালার

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেক প্রকল্প হাতে নেওয়ার ফলে জনগন অনেক উপকৃত হয়েছেন। এগুলো হচ্ছে বহু চর্চিত অরুণোদয়, কিসান নিধি, এসএইচজি। এই সব প্রকল্পের সুফল জাতি ধর্ম বর্ন নির্বিশেষে পেয়েছেন। সাংসদ মালা দলের কার্যকর্তাদের বলেন, সরকারি নানা প্রকল্পের তালিকা সহ দেশের প্রধানমন্ত্রী কী করেছেন তা নিয়ে বিরোধী দলের নেতা কর্মীর বাড়িতে প্রচারে যাবেন। তারা বুঝবেন এবং বিজেপির পক্ষে আসবেন।এবারের নির্বাচনে ভোট গণনার পর প্রত্যক বুথে ভোট প্রাপ্তির নিরিখে আগামী দিনে কাজ হবে বলে উল্লেখ করেন।করিমগঞ্জ কেন্দ্রের দলীয় প্রভারি প্রাক্তন বিধায়ক কিশোর নাথ বলেন, ভোটের বেলায় অনীহা থাকলে সরকারি সুযোগ সুবিধা ছেড়ে দেওয়া ভাল।কারন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লক্ষ্য হল সব কা সাথ সবকা বিকাশ।

হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টচার্য বলেন,  মালা  আবার সাংসদ হবেন নিঃসন্দেহে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সভাপতি সুব্রত নাথ, লোকসভা  ইনচার্জ রুপম সাহা , রাজ্য সদস্য রাজকুমার দাস, সংখ্যালঘু নেতা একলাসুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন কাটলিছড়া মণ্ডলের সভাপতি গৌতম দত্ত, দক্ষিন হাইলাকান্দি মণ্ডল সভাপতি টিংকু হাজাম প্রমুখ।

Author

Spread the News