পানের দোকানী থেকে কোটি কোটি টাকার মালিক মাইনা গ্রেফতার
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : পানের দোকানী থেকে কোটি কোটি টাকার মালিক মাইনা ব্রহ্মাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে তাকে গুয়াহাটি বিমানবন্দরে আটক করা হয়।
১০০ কোটি টাকার অবৈধ অর্থ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে মাইনা ব্রহ্মাকে। দীর্ঘদিন ধরে দিল্লিতে লুকিয়ে ছিল। বুধবার রাতে দিল্লি থেকে বরঝার বিমানবন্দরে পৌঁছানোর পর বরঝার থানার অফিসার ইনচার্জ সঞ্জীব সন্দিকৈর সহযোগিতায় বাকসা পুলিশ তাকে গ্রেফতার করে।
অবৈধ অর্থ লেনদেন প্রতারণার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অবৈধ অর্থ বাণিজ্যের জালিয়াতির বিরুদ্ধে। মাইনা ব্রহ্মা, যিনি ইতিমধ্যেই কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠার পর নিখোঁজ হয়েছেন। তার বিরুদ্ধে অনলাইন ব্যবসায় হাজার হাজার মানুষকে প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে।
বাকসার মুসলিমপুরের পশ্চিম বান্নাবাড়ির সামিন স্বর্গিয়ারি স্ত্রী হলেন মাইনা। হাজার হাজার টাকা বিনিয়োগে উচ্চতর আয়ের প্রস্তাব দিয়ে তিনি গত আট বছরে কোটি কোটি টাকা সংগ্রহ করেছেন। তবে সময়মতো আমানত ও মুনাফা বিনিয়োগকারীদের পরিশোধ না করেই তিনি পালিয়ে যায়।
এরপর ভুক্তভোগী বিনিয়োগকারীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারা মাইনা ব্রহ্মার সঙ্গে যোগাযোগ করলেও আমানত ফেরত না দিয়ে তিনি তার মোবাইল বন্ধ করে উধাও হয়ে যান। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন।
এদিকে, বুধবার দিনে অনলাইন ট্রেডিঙের অভিযোগে অভিনেত্রী সুমি বরা এবং তার স্বামী তার্কিক বরাকে গ্রেফতার করেছে এসটিএফ। ডিব্রুগড়ে সুমি-তার্কিককে গ্রেফতারের নেতৃত্ব দেন ডিআইজি পার্থ সারথি মোহান্তি। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের ছবি সহ পুলিশের মহাপরিচালক জিপি সিং এই তথ্য প্রকাশ করেছেন।