মোবাইল ও ট্যাবলেট বিস্ফোরণে বিছানায় আগুন, মৃত্যু মা-মেয়ের
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : গুয়াহাটির মালিগাঁওয়ের কামাখ্যা নগরে এক করুণ ঘটনা ঘটেছে। রাতে শর্ট সার্কিটের ফলে বিছানাতেই প্রাণ হারালেন মা ও মেয়ে। মৃতরা হলেন মা দীপশিখা চক্রবর্তী এবং মেয়ে শর্মিষ্ঠা চক্রবর্তী।
জানা গেছে, রাতে মা ও মেয়ে একই ঘরে মোবাইল ফোন ও ট্যাবলেট চার্জে দিয়ে ঘুমাচ্ছিলেন। চার্জ দেওয়ার সময় মোবাইল ফোন ও ট্যাবলেট বিছানাতেই রাখা ছিল। সেই সময়েই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মোবাইল ফোন ও ট্যাবলেট বিস্ফোরিত হয়।
অন্যদিকে, ঘরের ভেতরে চলছিল এসি-ও। বৈদ্যুতিক শর্ট সার্কিটের পর বিছানায় আগুন ধরে যায়। সেইভাবেই মর্মান্তিকভাবে প্রাণ হারান মা ও মেয়ে।

জানা গেছে, পরিবারে মোট চারজন সদস্য ছিলেন। দীপশিখা ও সুব্রতর বড় মেয়ে ছিলেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং ছোট মেয়ের নাম ছিল শ্রেয়শ্রী চক্রবর্তী। অন্যদিকে, বাড়ির আরেকটি ঘরে ঘুমাচ্ছিলেন বাবা সুব্রত চক্রবর্তী।
জানা গেছে, বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং ওয়ার্ক ফ্রম হোম করছিলেন তিনি। মা দীপশিখা ছিলেন সঙ্গীতশিক্ষিকা।
ইতিমধ্যে পুলিশ মা-মেয়ের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মালিগাঁওয়ের কামাখ্যা নগরের বাই লেন ৪-এ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আংশিক আহত হয়েছেন বাবা সুব্রত চক্রবর্তীও। আহত বাবাকে GMCH-তে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জালুকবাড়ি পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের দলও।
ছবি সৌজন্যে news18 assam.