সরকারি বাংলো খালি করার নির্দেশ মহুয়া মৈত্রকে

১৭ জানুয়ারি : শোকজ নোটিশের পরেও সরকারি বাংলো খালি করেননি। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে এবার পত্রপাঠ বাংলো খালি করার নির্দেশ দিল কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)। মঙ্গলবার ডিওই–এর তরফে এ কথা মহুয়াকে জানানো হয়।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়েছিল। ৭ জানুয়ারির মধ্যে তাঁকে দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু মহুয়া তা করেননি। এরপর তিনি কেন এখনও বাংলো খালি করেননি, তিন দিনের মধ্যে তা জানাতে বলে মহুয়াকে নোটিশ পাঠায় ডিওই। তারপর আদালতের দ্বারস্থ হন প্রাক্তন তৃণমূল সাংসদ। দিল্লি হাইকোর্ট জানায়, ডিওই–র কাছে মহুয়াকে আবেদন করতে হবে। এরই মধ্যে মঙ্গলবার আবার নোটিশ গেল মহুয়ার কাছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘মঙ্গলবার মহুয়ার বিরুদ্ধে উচ্ছেদ নোটিস জারি করা হয়েছে। এবার ডিইও আধিকারিকদের একটি দলকে ওখানে পাঠানো হবে যাতে সরকারি বাংলোটি যত দ্রুত সম্ভব খালি করে দেওয়া যায়।’ এদিকে মহুয়া চেয়েছিলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের ফল ঘোষণার পর তিনি দিল্লির বাংলো খালি করবেন।

মহুয়ার আইনজীবী জানিয়েছিলেন, যদি তাঁর মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়, তা হলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ দিতেও তিনি প্রস্তুত। সেই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি জানিয়েছিলেন, সরকারি আবাসনে থাকার জন্য আবেদন ডিওই–র কাছেই করতে হবে। সেই ঘটনাতেই মঙ্গলবার পত্রপাঠ বাংলো খালি করে দেওয়ার নোটিশ গেল মহুয়ার কাছে।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News