আরজি কর কাণ্ড : পাথারকান্দিতে মহিলা মোর্চার মৌন মিছিল
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : আরজি কর কাণ্ডে মণ্ডল মহিলা মোর্চার মৌন মিছিলে উত্তাল পাথারকান্দি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইস্তফার দাবি। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে বলপূর্বক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়ল পাথারকান্দিতেও। বুধবার সন্ধ্যায় পাথারকান্দি মণ্ডল বিজেপি মহিলা মোর্চা সহ স্থানীয় বিভিন্ন স্বয়ং সহায়ক গোষ্ঠীর প্রায় পাঁচ শতাধিক মহিলার উপস্থিতিতে মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদী এক মৌন মিছিলে উত্তাল হয় গোটা শহর। সন্ধ্যায় ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি পাথারকান্দি টাউন কালীবাড়ি থেকে বের হয়ে সমগ্র শহর পরিক্রমন করে অবশেষে পাথারকান্দি তেমায় এসে সমাপ্ত হয়। প্রত্যেক মহিলাদের হাতে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের পদত্যাগের দাবি সম্মিলিত নানা প্লেকার্ড পরিলক্ষিত হয়। এতে একসময় স্তব্ধ হয়ে পড়ে গোটা শহর। জাতীয় সড়কের দুপাশে আটক পড়ে ছোটবড় যানবাহন। পরে এনিয়ে স্থানীয় সাংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মণ্ডল মহিলা মোর্চার সভাপতি মুক্তি পাল এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, বর্তমান সময়ে ভারতের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের সঙ্গে এই অমানবিক আচরণের মতো আগামীদিনে ও যদি সংগঠিত হয় তবে নারীরা একদিন ঘর থেকে বের হতে ভয় পাবে। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে তাঁদের ফাঁসির রশিতে ঝোলানোর জোরালো দাবি জানান এই মহিলা নেত্রী। তার পাশাপাশি মহিলারা তাঁদের প্রতিবাদী কণ্ঠে সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের ইস্তাফার জোরালো দাবি তোলেন। বলেন, পশ্চিমবঙ্গের মত একটি রাজ্যে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী ক্ষমতার আসনে থাকা সত্ত্বেও সেই রাজ্যের মহিলারা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে প্রশ্ন ছুঁড়ে দেন।