হাঁটু গেঁড়ে বসিয়ে স্যান্ডেল দিয়ে কর্মীকে পেটালেন মহন্ত তনয়া
বরাক তরঙ্গ, ৩ মার্চ : দিসপুর বিধায়কের আবাসে ভয়াবহ ঘটনা ঘটেছে। একজন মহিলা এক পুরুষকে হাঁটু গেঁড়ে বসিয়ে স্যান্ডেল দিয়ে পিটিয়েছে। ঘটনাটি ঘটেছে দিসপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের সরকারি বাসভবনের সামনে। ৫০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের মেয়ে প্রজ্বয়িতা কাশ্যপ এক ব্যক্তিকে হাঁটু গেঁড়ে বসিয়ে স্যান্ডেল দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মহন্তের মেয়ে প্রজ্বয়িতা কাশ্যপ ওই ব্যক্তিকে মারধরের কথা স্বীকার করেছেন।
প্রজ্বয়িতা কাশ্যপ কর্মচারীকে স্যান্ডেল দিয়ে আঘাত করে ক্ষমা চেয়েছিলেন। তাঁর বক্তব্য থেকে জানা যায় যে, ওই ব্যক্তি তাঁদের ব্যক্তিগত চালক ছিলেন। মহন্তের কন্যা প্রজ্বয়িতার দাবি, আত্মরক্ষার স্বার্থে তাঁকে এই পদক্ষেপ নিতে বাধ্য হন। নিজের সপক্ষে যুক্তি দিয়ে মহন্ত তনায়া বলেন, “আমি নিজের পাশে দাঁড়িয়ে আছি। আত্মরক্ষার জন্য ভুল পদক্ষেপ নিলে আমি অত্যন্ত দুঃখিত।”

প্রজ্বিতা কাশ্যপ অভিযোগ করেন, “সে প্রায়শই মদ্যপান করে এবং অশালীন আচরণ করে। প্রতিদিনই এমন ব্যবহার করে। বাকি কর্মীরাও তাকে বুঝিয়েছেন। দিন দিন তার এহেন কাণ্ড বেড়েই চলেছে। অবশেষে সে বাড়ির ভেতরে ঢুকে আমার ঘরের দরজায় কড়া নাড়ার কাজ শুরু করে। এর পর আর কি বাকি আছে?”
অভিযুক্ত চালকের বিস্তারিত এখনও জানা যায়নি। অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হননি। প্রজ্বয়িতা কাশ্যপ ঘটনার বিষয়ে পুলিশের কাছে জানিয়েছেন।