মহালয়া : ভোরে সদরঘাট ও অন্নপূর্ণাঘাটে দর্শণার্থীদের উপচে পড়া ভিড়
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : প্রতিবারের মতো শিলচরেও মহালয়ার ভোরে আনন্দ উল্লাসে মেতে উঠলেন সনাতন ধর্মাবলম্বীরা। পিতৃপক্ষের সমাপ্ত ও দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার ভোরে সদরঘাট ও অন্নপূর্ণাঘাট দু’টি সেতুতে দর্শণার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। একই সঙ্গে দুর্গা দেবীর আগমনীর বার্তা শিলচর শহরে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার পূর্বপুরুষের স্মরণে বরাক নদীর বিভিন্ন ঘাটে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তর্পণ করতে দেখা যায় শ্রদ্ধাভরে।
মহালয়া ঘিরে পুলিশের নিরাপত্তার চাদরে মোড়া ছিল গোটা শিলচর শহর। প্রতিটি পয়েন্টে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়ন করা হয়েছে। যাতে মহালয়ার দিনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ দিকে, মহালয়া উপলক্ষে বেরিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠন পানীয়জল সহ প্রাতঃভোজনের ব্যবস্থা করে।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মা জননী সমাজ সেবা সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন, মহালয়ার দিনে প্রাতঃভ্রমণে দর্শনার্থীরা বেরিয়েছেন তাঁদের মধ্যে এই ভোজনের আয়োজন করেন এবং সবাইকে মহালয়া ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আনন্দের সঙ্গে মহালয়া উপভোগ করেন এবং সবার ঘরে যেন দুর্গা মা সুখ সমৃদ্ধি বজায় রাখেন তার জন্য দেবী দুর্গা মার কাছে প্রার্থনা করেন দর্শণার্থীরা।