মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়া পূণ্যার্থীদের গাড়ি নদীতে, মৃত্যু ১১ জনের

৩ আগস্ট : মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বিপত্তি। সরযু নদীতে গাড়ি পড়ে মৃত্যু হল ১১ জন ভক্তের৷ গুরুতর আহত বাকিরা। রবিবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গণ্ডার ইতিয়া থোক থানা এলাকায়৷

শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের মাথায় জল ঢালার জন্য ব্য়স্ত ভক্তরা। জানা গিয়েছে, এদিন পৃথ্বীনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল বোলেরো গাড়িটি। গাড়িতে ১৫ জন ভক্ত ছিলেন৷ গণ্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরযু নদীতে গড়িয়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য় ঘোষণা করেছেন তিনি।  পাশাপাশি,পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে শীর্ষ আধিকারিকদের দ্রুত পৌঁছনোরও নির্দেশ দেন ৷ সেই সঙ্গে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী দফতর থেকে সমস্ত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ৷

Spread the News
error: Content is protected !!