তারাপুর মণিপুরি বস্তিতে মহাদেব বাবা মন্দিরে শিবলিঙ্গ ও বিগ্রহ পুনর্প্রতিষ্ঠা
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : তারাপুর মণিপুরি বস্তি এলাকায় থাকা পুরোনো শিব মন্দির ভেঙে নতুন রূপে নির্মাণ করা হয়েছে। শনিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নব-নর্মিত মন্দিরের শিবলিঙ্গ ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন এদতঞ্চলের অসংখ্য ভক্তরা মন্দিরে ভিড় জমিয়ে শিব আরাধনায় বিলীন হতে দেখা গেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, স্থানীয় জনগণের সহায়তায় মনিপুরি বস্তির শিব বাবা মন্দিরকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এখন থেকে এলাকার জনগণ শিবরাত্রি সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান নব-নর্মিত শিব বাবার মন্দিরে আয়োজিত করতে পারবেন। দীর্ঘদিন পুরোনো এই মন্দিরটি আজ নতুন ভাবে নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে।
শিবলিঙ্গ ও বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এদিন মন্দিরে পূজার্চনা, মঙ্গলারতি, ভজন-কির্তন, হোমযজ্ঞ, অঞ্জলী প্রদান সহ মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা করেছেন কমিটির সদস্যরা। মন্দিরের পরিকাঠামো গড়ে তুলতে বিধায়ক দীপায়ণ চক্রবর্তী ও সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। নব-নির্মিত শিব বাবা মন্দিরকে আগামীতে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা। এদিন এলাকার প্রাক্তন জিপি সভানেত্রী বীণাপানি নাথ, জয়কুমার সিংহ, জয়চন্দ্র সিংহ ও নিশী সিনহা সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।