মাধ্যমিকের MIL/ALT পরীক্ষা শনিবার নয়, ১ এপ্রিল

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : বিজ্ঞানের পর অসমিয়া বিষয়ের পরীক্ষা বাতিল হল। মাধ্যমিক পরীক্ষার অসমিয়া বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বাতিল করা হয়। শনিবার অনুষ্ঠিতব্য অসমিয়া বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেছেন ওই দুই শিক্ষক। HSLC পরীক্ষার অসমিয়া প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর গ্রেফতারকৃত শিক্ষকরা, ডাফলকাটা ট্রাইবাল হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক কুমুদ রাজখোয়া এবং লুইত খাবলু উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও তত্ত্বাবধায়ক প্রণব দত্ত স্বীকারোক্তির পর বাতিল করা হয়েছিল।

মাধ্যমিকের MIL/ALT পরীক্ষা শনিবার নয়, ১ এপ্রিল

এ দিকে, বাতিল হওয়া পরীক্ষা MIL/ALT আগামী ১ এপ্রিল নেওয়া হবে বলে সেবা এক নির্দেশে জানিয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, “লুইত খাবলু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রণব দত্ত জিজ্ঞাসাবাদের সময় অসমিয়া বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করার কথা স্বীকার করেছেন। এই প্রেক্ষাপটে, আমি SEBA-কে অসমিয়া বিভাগের পরীক্ষার বাতিল করে নয়া তারিখ ঘোষণা করার আমি নির্দেশ দিয়েছি।”

Author

Spread the News