গণজ্ঞাপন বিভাগে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিলেন এম খালিদ

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগে সম্প্রতি এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা বেসরকারি চ্যানেল টিভি১৮-এর উপ-সম্পাদক এম খালিদ।

সম্প্রচার ও মুদ্রণ মাধ্যম শিল্পে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এম খালিদ দেশের টেলিভিশন শিল্পের পরিবর্তিত রূপরেখা নিয়ে আলোচনা করেন এবং নীতিগত প্রতিবেদনের গুরুত্বের পাশাপাশি নতুন প্রযুক্তি এবং উদীয়মান সংবাদ উপস্থাপনা শৈলির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা ও গতিশীল সংবাদ পরিবেশনের দক্ষতার ওপর জোর দেন। তিনি অনলাইন/অফলাইন সংবাদ, অনুবাদ কৌশল, স্ক্রিপ্ট-লেখা এবং নিউজ ডেস্কের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে বক্তব্য রাখেন।

গণজ্ঞাপন বিভাগে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিলেন এম খালিদ

একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে, শিক্ষার্থীরা ক্যারিয়ার, শিল্প প্রবণতা, প্রয়োজনীয় দক্ষতা ও মিডিয়া শিল্পের বিভিন্ন সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে খালিদের মতামত জানতে চান। এই মতবিনিময় অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধান ড. চার্বাক। তিনি বিশিষ্ট সাংবাদিক খালিদকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ও শেষে প্রবীণ এই মিডিয়া পেশাদারকে অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

Spread the News
error: Content is protected !!