প্রেমের হ্যাটট্রিক, মাতৃভূমি কাপে সহজ জয় জামালপুর এফসি-র
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : এবার ‘সি’ গ্রুপ থেকে প্রথম রাউন্ডের অন্তিম খেলায় জয়ী হল জামালপুর এফসি। বুধবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চলিত মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে বাম সপ্তগ্রাম এফসি দলকে ৪-০ গোলের বৃহৎ ব্যবধানে পরাস্ত করে তারা।
এদিন প্রথমার্ধের খেলায় ৩-০ গোলে এগিয়ে থাকে জামালপুর এফসি। জামালপুরের হয়ে এদিন হ্যাটট্রিক করেন প্রেম। প্রথমার্ধের খেলার ৫ ও ৭ মিনিটে জোড়া গোল করেন প্রেম। অপর গোলটি করেন সুরজ, খেলার ২৬ মিনিটে। প্রথমার্ধের লিডে আত্মবিশ্বাসী জামালপুর এফসি দল দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে ঝাঁপিয়ে পড়ে, অন্যদিকে সমতায় ফিরতে অনেক চেষ্টা করে বিফল হয় বাম সপ্তগ্রাম এফসি। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে জামালপুর এফসি দলের খেলোয়াড় প্রেম আরেকটি গোল করেন। এটি ছিল তার হ্যাট্রিক গোল তথা নিজের দলের জন্য চতুর্থ গোল। শেষমেশ ৪-০ গোলে বাজিমাত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেঅনায়াসে পৌঁছে যায় শক্তিশালী জামালপুর দল।
এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় সুরজ। তর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি সমাজসেবী সাহাব উদ্দিন বড়ভূইয়া ও আনোয়ার হোসেন লস্কর। এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য ও প্রবীণ বর্মন। বৃহস্পতিবার গ্রুপ ‘ডি”-র প্রথম খেলায় রাজনগর এফসি ও লোকনাথপুর এফসি মুখোমুখি হবে।