কাটিগড়ায় বাজেয়াপ্ত বার্মিজ সুপারি বোঝাই লরি, আটক ৩

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : ফের কাটিগড়ায় বাজেয়াপ্ত হলো বার্মিজ সুপারি বোঝাই লরি। সঙ্গে তিন ব্যক্তিকে আটক করা হয়। জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কাটিগড়া থানার ওসি নব কুমার শইকিয়ার নেতৃত্বে পুলিশের এক দল লহমালি-তে অভিযান চালায়।

এএস১১ ডিসি২১০০ নম্বরের একটি লরিতে তল্লাশি করলে ১৭৫ বস্তা সুপারি সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে আটক করা হয় ওই ব্যবসার সঙ্গে জড়িত আবু বক্কর বড়ভূইয়া, বিলাল উদ্দিন ও আব্দুল মানিক নামক তিন ব্যক্তিকে। মঙ্গলবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করে পুলিশি জিম্মায় নিয়ে যাওয়া হয়।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।

Author

Spread the News