মিজোরামে বেহাল সড়ক : চরম দুর্ভোগে লরি চালকরা, ধর্মঘটের হুমকি
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : মিজোরামের সড়কগুলি, বিশেষ করে সাইরং রোডের বেহাল দশা লরি মালিক ও চালকদের চরম বিপাকে ফেলেছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে, যার ফলে পণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
এই অচলাবস্থা নিরসনে বুধবার মিজোরামের ভাইরেংটিতে অসম ও মিজোরামের কয়েকটি চালক ও মালিক সংগঠন এবং নর্থইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে। ভাইরেংটি পিডব্লিউডি আইবি-তে অনুষ্ঠিত এই সভায় সড়কগুলির দুরবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গাড়ি চালক, মালিক এবং পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের সদস্যরা সড়কের বেহাল দশার কারণে তাঁদের দৈনন্দিন কার্যক্রমে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা তুলে ধরেন।

সভায় সর্বসম্মতিক্রমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি সাইরং রোড সহ মিজোরামের অন্যান্য সড়কের অবস্থার উন্নতি না ঘটে, তাহলে পণ্যবাহী সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তের ফলে মিজোরামে পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং জনজীবনে এর প্রভাব ব্যাপক পড়ার আশঙ্কা রয়েছে।
পরিবহন সংগঠনগুলি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সড়কগুলির মেরামত করা না হলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। এর ফলে মিজোরামের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।