জাতীয় সড়কে পুড়ল লরি, চালক-খালাসি নিখোঁজ
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিলচর-আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। কাবুগঞ্জ ও ধলাইয়ের মধ্যবর্তী নির্জন এলাকা পাকইপারে একটি লরিতে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। পথচারীদের তৎপরতায় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও লরিটির সামনের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, এই ঘটনায় লরির চালক ও তাঁর সহকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ২টা নাগাদ শিলচরের দিকে মুখ করা একটি এমজেড ০৫ এ ১০৯৫ নম্বরের লরি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। পথচারীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ধলাই ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মীরা যখন আগুন নেভানোর কাজ করছিলেন, তখন পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি জানান, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন লরিটি জ্বলছে, কিন্তু চালক বা সহ-চালক কেউ সেখানে নেই। আরও তদন্তে দেখা যায়, লরি থেকে অতিরিক্ত টায়ার ও ব্যাটারিও উধাও। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে লাগানো আগুন। পুলিশের ধারণা, চালক ও তাঁর সহকারী নিজেই লরিতে আগুন ধরিয়ে পালিয়েছেন।
পুলিশের ধারণা, লরি মালিকের সঙ্গে কোনো বিবাদ বা আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রতিশোধ নিতেই তাঁরা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ নিখোঁজ চালক ও সহকারীর সন্ধান চালাচ্ছে।
অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরী বলেন, “আমরা লরির নম্বর প্লেট ও চেসিস নম্বর ব্যবহার করে মালিকের সন্ধান করছি। মালিকের সঙ্গে কথা বললে এই রহস্যের জট খুলতে পারে। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত গুরুত্ব সহকারে করছে এবং শীঘ্রই প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে।