মকরসংক্রান্তিতে বারইগ্রামে বের হল প্রভুর রথ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : মকরসংক্রান্তির পূর্ণলগ্নে হাজার হাজার ভক্তের সমাগমে মহাপ্রভুকে নিয়ে রথ যাত্রা বের হল বারইগ্রামে। শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম থেকে বিকেল সাড়ে তিনটায় মকরসংক্রান্তির রথ বারইগ্রাম প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। সনাতনীরা রথের রশিতে ছুঁতে দুর দুরন্ত থেকে ছুটে আসেন আশ্রমে।
রথ উপলক্ষে সকাল থেকেই মেলা শুরু হয়। এই মেলায় মাটির সামগ্রী থেকে নানা খাদ্য সামগ্রীর পরশ সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমবেত হন।

