সোনাইয়ে জয়ী লোকনাথপুর
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২১ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল জমিল এফসি লোকনাথপুর। সোমবার তারা ৩-১ গোলে হারিয়েছে মতিনগর ফুটবল অ্যাকাডেমিকে। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলার ৭ মিনিটে প্রথম গোল করেন লোকনাথপুরের রাইসানা। জোড়া গোল করেন রালোয়াপুইয়া। ২৫ ও ৫৮ মিনিটে গোল করেন। মতিনগরের একমাত্র গোলটি করেন শাকির আলম ৫৫ মিনিটে।

খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন মতিনগরের রোনাল্ড সুচং। তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণ নাথ। এ দিন ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমেদ, শামিম আহমেদ বড়ভূইয়া, আবু আব্বাস ও কামরুজ্জামান লস্কর। আগামীকাল নর্থ হাওয়াইথাং খেলবে রিপন এফসি সোনাই আঞ্চলিক।