মাতৃভূমি কাপ : শেষ আটে স্থান লোকনাথপুরের

কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : অনবদ্য ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল লোকনাথপুর এফসি। শুক্রবার ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ দর্মিখাল এফসি দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাস্ত করে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছে তারা।  

এদিন প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে লোকনাথপুর এফসি । নিজের দলের হয়ে প্রথমার্ধের ১০ মিনিটে গোল করেন রলুয়া।

ম্যাচের দ্বিতীয়ার্ধে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সরগরম হয়ে উঠে পুরো মাঠ। দ্বিতীয়ার্ধে লোকনাথপুর এফসি-র হয়ে জোড়া গোল করেন মার্শিয়াল, যথাক্রমে ৫০ মিনিট (পেনাল্টি) ও ৬৫ মিনিটে। এদিন দর্মিখাল এফসি কোন গোল করতে সক্ষম হয়নি। ৩-০ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় লোকনাথপুর।

মাতৃভূমি কাপ : শেষ আটে স্থান লোকনাথপুরের

এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর এফসি দলের রজিয়ামা। আমন্ত্রিত অতিথি মাতৃভূমি সামাজিক সংস্থার উপসভাপতি চপলকুমার দাস ও সদস্য দেবব্রত পাল ম্যাচের সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি পুরস্কার হিসাবে তুলে দেন। ল এদিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও শামিম আহমেদ লস্কর। শনিবার ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় ওয়াইএমসিএ এফসি মোকাবিলা করবে টিএইচবি আর্জানপুর।

Spread the News
error: Content is protected !!