একাই সাত গোল রোনাল্ডোর, বৃহৎ জয় লোকনাথপুরের
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : মাতৃভূমি কাপে গোলের বন্যা লোকনাথপুর ইয়ং স্টার ক্লাবের। সোমবার লোকনাথপুর ইয়ং স্টার ক্লাব ৯-০ গোলে হারায় বাঘখালকে। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আধিপত্য ছিল লোকনাথপুরের খেলোয়াড়দের। রোনাল্ড একাই সাত গোল করেন।
প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে লোকনাথপুর ইয়ং স্টার ক্লাব, খেলার ১৪, ২৫ ও ৩৩ মিনিটে রোনাল্ড তিনটি এবং ৪২ মিনিটে গ্রিফসন লোকনাথপুর ইয়ং স্টার দলের হয়ে গোল করেন। প্রথমার্ধের লিডে আত্মবিশ্বাসী লোকনাথপুর ইয়ং স্টার ক্লাব দ্বিতীয়ার্ধে আরও ৫ টিগোল করে। খেলার ৫৪ মিনিটে গোল করেন এল সুরজ এবং দ্বিতীয়ার্ধের বাকী চারটি গোল করেন রোনাল্ড, যথাক্রমে খেলার ৫৮, ৬১, ৬৫ ও ৬৮ মিনিটৈ।

এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লোকনাথপুর ইয়ং স্টার ক্লাবের খেলোয়াড় রোনাল্ড। তার হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি পানিভরা জিপির প্রাক্তন সভাপতি রুক্ষিণীকুমার সিনহা ও নজরুল ইসলাম লস্কর। এদিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, প্রবীন বর্মন, টিটু লস্কর ও এলমিন খাসিয়া। মঙ্গলবার বি গ্রুপের প্রথম খেলায় ওয়াই সি মাছখাল এফসি ও কর্কট এফসি পরষ্পরের মুখামুখি হবে বলে জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।