মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপনে লোয়াইরপোয়া ও পাথারকান্দি বিজেপির বিশেষ কর্মসূচি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ৫৭তম জন্মদিন উদযাপন করল পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি। কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর এই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ কর্মসূচির আয়োজনের নির্দেশ দেন নিজ কেন্দ্রের দলীয় কর্মকর্তাদের। আর মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশ অনুসারে শনিবার, ১ ফেব্রুয়ারি পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডলে দিনব্যাপী সমাজসেবামূলক কর্মসূচির সহ পুজাচর্না আয়োজন করা হয়।সকালে বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্দিরে রাজ্যের জনপ্রিয় এই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন দলীয় অসংখ্য কর্মী সমর্থকরা।
পাশাপাশি পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ৫৭টি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। পাথারকান্দি কেন্দ্রের বিভিন্ন সরকারি স্কুল ও দফতর চত্বরে বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়। আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুলের কচিকাঁচা শিক্ষার্থী, শিক্ষক ও বিজেপি দলের স্থানীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে স্কুল পড়ুয়া কচিকাঁচা পড়ুয়ারা মুখ্যমন্ত্রী মামার জন্মদিন উপলক্ষ বৃক্ষের চারা রোপন করে হাতে হাতে বেলুন নিয়ে জন্মদিন উদযাপনে আনন্দে উল্লাসে মেতে উঠেন। পরে দুপুরে লোয়াইরপোয়া ও পাথারকান্দি মণ্ডল কার্যালয়ের কমিউনিটি হলে বিশেষভাবে সক্ষমদের মধ্যে হুইলচেয়ার, শ্রবণযন্ত্রসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মণ্ডল সভাপতি সম্পারানি চৌধুরী ও শশীবাবু সিনহা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।পরিশেষে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পৃথকভাবে লোয়াইরপোয়া ও পাথারকান্দি মণ্ডল কার্যলয়ে বিশাল আকারের দু’টি কেক কেটে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে, একইভাবে এই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মীন,পশুপালন পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এক বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মাকে সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যায়িত করে বলেন, আজকের দিনে হিমন্তের মতো একজন বহুমুখী প্রতিভার অধিকারী, দক্ষ নেতা বিরল। তাঁর নেতৃত্বে বর্তমান দিনে অসম রাজ্যকে নতুন দিশা দেখানো ও উন্নতির চরম শিখরে পৌঁছবে বলে দৃঢ় আশাবাদী তিনি। এ দিন এলাকার মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি, পাথারকান্দি প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল, পুতনী চা-বাগানের মডেল স্কুল সহ আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে সামিল হন।