চাঁদা তুলে গ্রামীণ সড়ক মেরামত স্থানীয়দের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ
বরাক তরঙ্গ, ২২ জুলাই : চাঁদা তুলে গ্রামীণ সড়ক মেরামত করলেন পাথারকান্দির দক্ষিণ পয়লামুলি-কাটাবাড়ির গ্রামের মানুষ। কয়েকদিনের বৃষ্টিতে সড়কের স্থানে স্থানে পুকুরসম গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল অবস্থায় পথচলা দায় হয়ে পড়েছে এলাকার জনগণের। ফলে বেহাল সড়কের হাল ফেরাতে চাঁদা তুলে মেরামত করছেন এলাকার ভুক্তভোগী জনগণ। শনিবার স্থানীয় জনগণের পক্ষে চাঁদা সংগ্রহ করে এবং স্বেচ্ছাশ্রমে বেহাল সড়কের একটি অংশ মেরামত করেন।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন বলেন, সড়কটি তাঁদের কাছে জীবন রেখা স্বরূপ। কিন্তু জন প্রতিনিধিদের উদাসীনতায় এই সড়কের হাল দিনের পর দিন বেহাল হয়ে পড়েছে। শীঘ্রই সড়কটি সংস্কারের জন্য পাথারকান্দির সার্কল অফিসার, করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব সহ, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও সাংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ।

Author

Spread the News