নাম বদল করে ভিন ধর্মের যুবতীর সঙ্গে ঘনিষ্টতা, উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিলেন স্থানীয়রা

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : নাম বদল করে ভিন ধর্মের যুবতীর সঙ্গে ঘনিষ্টতা যুবকের। এমন জঘন্য কাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর অম্বিকাপট্টি এলাকায়। লাভ জিহাদের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শুক্রবার রাতে।

জানা যায়, ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন বর্তমানে শিলচর কাঁঠাল রোডের এক ভাড়া বাড়িতে থাকেন। বিবাহিত শাহাবুদ্দিন নিজেকে রাজু দাস পরিচয় দিয়ে সোনাই অঞ্চলের বাসিন্দা তথা বর্তমানে টিকরবস্তী এলাকার ভাড়া বাড়িতে থাকা দাস পদবীর সঙ্গে দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে বিষয়টি নিয়ে সরব হলেন অম্বিকাপট্টি এলাকার কিছু যুবক। দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা।

স্থানীয়রা শাহাবুদ্দিনকে কিছুটা উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেন। পুলিশ  ওই যুবতীকেও সদর থানায় নিয়ে যায়।

এদিকে, শাহাবুদ্দিন ওরফে রাজু দাস নিজে স্বীকার করেছে সে রাজু দাস নাম নিয়ে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাচক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানান।

Spread the News
error: Content is protected !!