বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব স্থানীয়রা

বরাক তরঙ্গ, ২ জুলাই : শিলচর মেহেরপুরস্থিত বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে এক স্মারকলিপি প্রদান করলেন এলাকার জনগণ। স্মারকলিপি প্রদানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ এলাকার জনগণ জানান, বিদ্যালয়ের বেহাল অবস্থায় পড়ুয়াদের শিক্ষা পরিসেবা লাটে উঠেছে। বিদ্যালয়ে নেই বিদ্যুৎ, নেই ফ্যান, ফলে গরমে পড়ুয়াদের ক্লাস করতে হিমসিম খেতে হচ্ছে।এছাড়া ২০১৫ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিদ্যালয়ের জন্য উন্নয়নের বরাদ্দকৃত অর্থ প্রধান শিক্ষক কর্তৃক আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

মধ্যাহ্ন ভোজন নিয়েও সেই বিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। পড়ুয়াদের জন্য সরকারের তরফে বরাদ্দ সাইকেলও সঠিক সময়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাহের আহমেদ। বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনের বর্তমান পরিস্থিতি ও দুর্নীতির কথা তুলে ধরে প্রশাসনকে অতি সত্বর তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

Author

Spread the News