বাজারিছড়া হাসপাতালে স্থানীয় বন্ধ্যাত্বকরণ শিবির
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : বাজারিছড়া হাসপাতালে বন্ধ্যাত্বকরণ শিবির সম্পূর্ন হল। ৩২ জন মহিলার বন্ধ্যাত্বকরণ করা হয়।করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সমিতি ও বাজারিছড়া হাসপাতালের যৌথ উদ্যোগে শুক্রবার বাজারারিছড়া স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয় স্থায়ী বন্ধ্যাত্বকরণ শিবির। এদিনের শিবিরে মোট ৩২ জন মহিলাকে বন্ধ্যাত্বকরণ করা হয়।
শিবিরে বন্ধ্যাত্বকরণ করেন বিশিষ্ট্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ আশিস কুমার বিশ্বাস ও ডাঃ নিলাদ্রী শেখর দাস। শিবিরে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করেন ল্যাবরেটরি ট্যাকনিশিয়ান দেবজ্যোতি ভট্টাচার্য। গোটা শিবির পরিচালনকার দায়িত্বে ছিলেন হাসপাতালের পক্ষে দিলদার হোসেন চৌধুরী গৌর গোপাল সিনহা। এতে সক্রিয় সহযোগিতা করেন এএনএম, জিএনএম, আশাকর্মী আশা সুপারভাইজাররা। শিবিরটি সুচারুরূপে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান বাজারিছড়া হাসপাতালের ইনচার্জ ডাঃ শাহজাহান লস্কর।