হাইলাকান্দিতে বিষ্ণুরাভা দিবসে মুখ্যমন্ত্রীর ভাষণের লাইভ স্ট্রিমিং

বরাক তরঙ্গ, ২০ জুন : বিষ্ণুরাভার জীবন-দর্শনকে জনপ্রিয় করে তুলতে সোমবার থেকে রাজ্য সরকারের উদ্যোগে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার হাইলাকান্দিতেও মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। ধুবড়িতে অনুষ্ঠিত রাজ্যস্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর দেওয়া ভাষণের লাইভ স্ট্রিমিং হাইলাকান্দি শহরের ডিস্ট্রিক্ট লাইব্রেরির প্রাঙ্গনে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সরকারি সব বিভাগের আধিকারিক ও কর্মচারীরা উপভোগ করেন। পাশাপাশি এতে শহরের নাগরিকরা ও অংশ নেন।

এই উপলক্ষে রাজ্যের বিদ্যালয়গুলিতে  ১৯ জুন ও ২০ জুন বিষ্ণু রাভার জীবন দর্শন তুলে ধরতে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়গুলির প্রাত:কালীন সভায়  রাভা -সঙ্গীত বাজিয়ে পড়ুয়াদেরকে উদ্বুদ্ধ করা হয়। বিষ্ণু রাভার জীবন দর্শন সম্পর্কে ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে সোম ও মঙ্গলবার বিদ্যালয় গুলিতে সমবেত রাভা সঙ্গীত পরিবেশন করা হয়। পাশাপাশি রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের একটি ভ্যান গাড়ির  মাধ্যমে গ্রামাঞ্চলে রাভা সঙ্গীত এবং কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবন দর্শন তুলে ধরা হয় জেলা জুড়ে। এছাড়া শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগেও সোমবার ও মঙ্গলবার রাভা সংগীত পরিবেশন করা হয়।
প্রতিবেদন : জনসংযোগ, হাইলাকান্দি।

Author

Spread the News