লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের চোখের ছানি শনাক্তকরণ ও অস্ত্রোপাচার শিবির কাটিগড়ায়
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : ২০২৪ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে ২০২৪-২৫ লায়ন বর্ষ। সমাপ্ত হবে ২০২৫ সালের জুন মাসে। এই এক বছরের মধ্যে আমরা বিভিন্ন স্থানে ১২টি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করবো। সোমবার লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের উদ্যোগে, শিলচর লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় এবং বিভিসিএলের ব্যবস্থাপনায় কাটিগড়ার মদুয়ারপারে অনুষ্ঠিত হয় এক বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ ও অস্ত্রোপাচার শিবির। শিবির চলাকালীন ২০২৪-২৫ লায়নোষ্টিক বছরে এধরনের শিবির আয়োজনের পরিকল্পনা নিয়ে বিশদ জানাতে গিয়ে উপরোক্ত তথ্য দেন বদরপুর গ্রেটারের সভাপতি লায়ন মুকেশ আগরওয়াল।
তিনি আরও জানান, কাটিগড়া, বদরপুর, ভাঙ্গা, আদরকোনা, পাঁচগ্রাম ইত্যাদি স্থানে এই শিবির গুলোর আয়োজন করা হচ্ছে। মদুয়ারপার কালীবাড়ীতে এদিন সকাল ১১টা থেকে শুরু হওয়া এই শিবিরে উপস্থিত থেকে শিবির সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করেন লায়ন কর্মকর্তা যথাক্রমে প্রদীপ্ত দে, সুজিত কর, গুরুনন্দন ঘোষ, সপ্তর্ষি দে, সমরজিৎ চক্রবর্তী, শমীন্দ্র পল, অভয় জৈন সহ আরও অনেক সদস্যরা। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে মোট ৭০ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এতে ১১ জনের চোখের ক্যাটারেক্ট শনাক্ত হয়। তাদেরকে এদিনই বিনামূল্যে অস্ত্রোপাচারের উদ্দ্যেশ্যে শিলচর লায়ন্স আই হসপিটালে প্রেরণ করা হয়।

তাছাড়া আরও ২৭ জনকে চোখের পাওয়ার শনাক্ত করে বিনামূল্যে চশমা প্রদান করা হয় ও ৪০ জনকে আই ড্রপ প্রদান করা হয়। এদিনের শিবিরে বিশেষ সহযোগিতায় ছিলেন লক্ষী দত্তগুপ্ত, অনুরাধা ঘোষ, আলম প্রমুখ। উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

