বড়খলায় লায়ন্সের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ৩ মার্চ : বড়খলায় বিনামূল্যের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ।   সোমবার লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সহযোগিতায় বড়খলা  জিপি কার্যালয়ে শিবিরটি সকাল ১০টা থেকে শুরু হয়। শিবিরে যেসব রোগীদের ছানি ধরা পড়েছে, তাঁদের শিলচর লায়ন্স আই হাসপাতাল-এ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।অন্যান্য গুরুতর চক্ষু সমস্যার রোগীদেরও এই বিনামূল্যে শিবিরে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।

বড়খলায় লায়ন্সের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

এ ছাড়া প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। এই আয়োজনে ক্লাব ভ্যালি ভিউ -এর পক্ষে উপস্থিত ছিলেন সঞ্জিব রায়, সন্দিপ শিল, সামসুল ইসলাম প্রমুখ। লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ পরমা রায় ও সহযোগীদের দল রোগীদের চক্ষু পরীক্ষা করেন। ‘ইয়াসি’ বড়খলা বিধানসভা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক শিবু দাস, রামেশ্বর শিল, বিক্রমজিত দাস, প্রীতিশকান্তি দাস, সাজ্জাদ আহমেদ বড়ভূইয়া, অনন্ত মালাকার, স্বপন দাস ও আহাদ বড়ভূইয়া প্রমুখ।

বড়খলায় লায়ন্সের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

Author

Spread the News