জনশতাব্দী এক্সপ্রেস অরুণাচল থেকে শিলচর পর্যন্ত চালানো সম্ভব নয় জানাল পরিষদকে
বরাক তরঙ্গ, ৩ মার্চ : শিলচর রেলস্টেশনে জায়গার অসুবিধার জন্য জনশতাব্দী এক্সপ্রেস বর্তমানে অরুণাচল থেকে শিলচর পর্যন্ত চালানো সম্ভব নয় বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদকে। পরিষদের সভাপতি ও ডিআরইউসিসির সদস্য হারাণ দে ইতিপূর্বে অরুণাচল থেকে শিলচর পর্যন্ত এটিকে নিয়ে আসার দাবি জানালে রেল কর্তৃপক্ষ এটা জানায়।
এরপর সোমবার রেলওয়ের মালিগাঁওয়ে থাকা জেনারেল ম্যানেজারের কাছে একটি পত্র লিখে হারাণ দে বর্তমানে মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবার পরিপ্রেক্ষিতে এই ট্রেন আগের মত খরসঙ পর্যন্ত চালানো দাবি জানিয়েছেন। এছাড়া তিনি শিলচরের পাশ্ববর্তী ময়নারবন্দে একটি স্টপেজ দেবারও অনুরোধ জানান।

এদিকে, শিলচর রেলস্টেশনে জায়গার পরিপ্রেক্ষিতে বর্তমানে লঙ্কা ও ময়নারবন্দ পথে চলে থাকা জরিপের সময় দুধপাতিলে একটি জংশন স্থাপনের সংস্থান রাখার দাবি জানিয়েছেন হারাণ দে।
রেল কর্তৃপক্ষের কাছে দেওয়া অপর এক পত্রে হারাণ দে-কে জানায় দুধপাতিলে জংশন স্থাপন করা হলে এটি হবে ময়নারবন্দের অতিরিক্ত। এক্ষেত্রে শিলচর স্টেশনের ওপর চাপ কমবে এবং শিলচরবাসী বদরপুরের/ কাটাখালের দিকে আসা যাওয়া ট্রেনগুলো অনায়াসে শহরের দু কিঃমিঃ দূরবর্তী দুধপাতিলে গিয়ে ট্রেন ধরতে পারবেন। আর মণিপুরের দিকে আসা যাওয়া করা ট্রেনগুলো অনায়াসে ময়নারবন্দে ধরা যাবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।