ধলাইয়ের ইমরানের মতোই বলি হিলাড়ার শিবু, গ্রেফতার স্ত্রী ও শ্যালক

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ইমরান হত্যাকাণ্ডের মতোই বলি হিলাড়ার শিবু দাস। স্ত্রী ও শ্যালক মিলে তাকে হত্যা করা হয়েছে এমনটা আভাস। গত রবিবার সকালে বাড়ির অদূরে হিলাড়া হাইস্কুলের বারান্দায় শিবুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপর কালাইন পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে ৪৮ ঘণ্টার মধ্যে পুরুষ ও মহিলা দু’জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটক হওয়া মহিলা হলেন শিবুর সহধর্মিণী সুমিতা দাস। অপরজন সম্পর্কিত শ্যালক মনোরঞ্জন নাথ। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সুমিতা দাস বলে জানা যায়। পরবর্তীতে দু’জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবু দাসের স্ত্রী সুমিতা দাসেরই প্ররোচনায় তার মাসতুতো ভাই মনোরঞ্জন নাথ জামাইবাবুকে রাতে খুন করে।

ধৃত মনোরঞ্জন জানিয়েছে, বোন সুমিতা দাসের উপর জামাইবাবু শিবু প্রায়দিন অত্যাচার করত। দিদি সুমিতার কথায়ই সে শনিবার রাতে বড়খলা থেকে এসে জামাইবাবু শিবু দাসকে মদের আসরে বসিয়ে ইট দিয়ে মেরে খুন করেছে। এমনটাই সূত্রের খবর।

স্থানীয় এক সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের নেপথ্যে স্ত্রীর পরকীয়া। এনিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো। তবে সুমিতা দাসের প্রেমিক পুলিশের নাগালের বাইরে এখনও। সুমিতা দাস ভাড়াটে গুণ্ডা দিয়ে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। ইতিমধ্যে তারা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে। প্রেমিকের পরিচয় যদিও পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না। শীঘ্রই সুমিতা দাসের প্রেমিক পুলিশের জালে আটক  সম্ভাবনা রয়েছে। সোমবার রাতে পুলিশ প্রথমে সুমিতা দাসকে হেফাজতে নিয়ে  মনোরঞ্জনকে বড়খলা থেকে আটক করেছে। আজ সুমিতা ও মনুরঞ্জনকে আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Spread the News
error: Content is protected !!