হাইভোল্টেজের লাইনে কাজ করতে বিদ্যুৎস্পৃষ্ট কর্মী কাশিপুরে

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : মর্মান্তিক ঘটনা! হাইভোল্টেজের তারে ঝুলে পড়লেন এক বিদ্যুৎ কর্মী। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে। ঠিকাদারের কথা মতে সাদ্দাম হোসেন নামে ২১ বছরের যুবক তথা বিদ্যুৎ কর্মী হাইবল্টেজ লাইনে ওটা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। মৃত বিদ্যুৎ কর্মী সাদ্দাম হোসেন কামরূপ জেলার নগরবেড়া রঙ্গেশ্বরী পাম এলাকার বাসিন্দা। তিনি মোক্কাবুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসম মালা সড়কের কাজের জন্য কাশিপুরে বিদ্যুতের লাইন সরানো চলছে। এদিন লাইনে বিদ্যুৎ সরবরাহ নেই ঠিকাদার জানালে কর্মী সাদ্দাম হাইবোল্টেজ লাইনে পৌছামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন। ঘটনার পর স্থানীয় জনগণ শিলচর-ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করেন।

Author

Spread the News