পরেশ দত্ত-কে ‘জীবনকৃতী নাগরিক’ সংবর্ধনা শিলচর প্রেস ক্লাবের

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : সাংবাদিক, সাহিত্যিক পরেশ দত্ত এ অঞ্চলের বৌদ্ধিক পরিমণ্ডলে ছয় দশক ধরে যে ভাবে ঋদ্ধ করে চলেছেন তা উজ্জ্বল দৃষ্টান্তস্বরপ। তাঁর অনবদ্য অবদান এক ব্যতিক্রমী বর্ণময় ইতিহাস। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে পরেশ দত্তকে ‘জীবনকৃতী নাগরিক সংবর্ধনা’ প্রদান অনুষ্ঠানে এ সব কথা তুলে ধরে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বলা হয় এখানকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জগৎ থেকে শুরু করে সকল ক্ষেত্রেই তাঁর জীবন সম্পৃক্ত।বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক অতীন দাশ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, শিলচর পুরসভার বাস্তুকার নিপ্পন পাল, লাইফ লাইন ফরএভার ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্তরায়, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বরাক নাগরিক সংযোজক অধ্যাপক সুব্রত দেব, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, পরেশ দত্তের পুত্রবধূ কেয়া দত্ত, দুই কন্যা পারমিতা ঘোষ, সংহিতা দাশগুপ্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক চয়ণ ভট্টাচার্য, প্রেসক্লাবের অফিস সম্পাদক গৌতম তালুকদার, ডাঃ শম্বুদ্ধ ধর প্রমুখ।

পরেশ দত্ত-কে 'জীবনকৃতী নাগরিক' সংবর্ধনা শিলচর প্রেস ক্লাবের

Author

Spread the News