নয়া বছরে নতুন স্বপ্নে বিভোর হয়ে এগিয়ে চলি
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর, সোমবার,
নতুন বছর আসতে আর মাত্র এক দিন বাকি। তারপরেই পুরানো বছর ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে সাদরে আমন্ত্রণ জানাবেন সবাই। এই নববর্ষে উৎসব বিভিন্ন দেশে নানান ভাবে পালিত হয়। আমাদের দেশেও ইংরেজি নববর্ষকে বরণ করার রেওয়াজ রয়েছে। কেউ বাজি পটকা ফাটিয়ে আবার কেউ কেউ কেক কাটিয়ে আনুষ্ঠানিক ভাবে নববর্ষকে স্বাগত জানান।
আমাদের দৈনন্দিন জীবনে মাস বা দিনের হিসেব খ্রিস্ট বছর দিয়ে করতে হয়। সরকারি- বেসরকারি কর্মস্থল থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে ইংরেজি বছরের মাস দিয়ে হিসেব নিকেশ হয়। ফলে ইংরেজি বছরের একটি গুরুত্ব থেকেই যায়। এ ছাড়া ইংরেজি বছরের শেষ ও শুরু হয় শুকনো মরসুমে এতে আনন্দে বাড়তি সুবিধা থাকে। নববর্ষকে কেন্দ্র করে বনভোজনও হয়।
‘মুছে যাক গ্লানি, ঘুঁচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্ক্তির মতো এই দিনে সবাই সব গ্লানি ভুলে গিয়ে একত্র হয়ে নতুন বছরকে বরণ করে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তুলি।
নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন। ২০২৫ সালের আগমন আমাদের কাছে নিয়ে আসুক নতুন সূচনা। আগের সব অভিজ্ঞতার সঙ্গেই নতুন সম্ভাবনার দিক। আমরা যেমন পুরনো বছরের অভিজ্ঞতাগুলো মনে করি, তেমনই এক নতুন স্বপ্নে বিভোর হয়ে সামনে এগিয়ে চলি। সুন্দর, সফল, সুখী এবং শান্তিপূর্ণ হোক নতুন বছরটি প্রত্যেকের কাছে- এ কামনা রইল।