রামকৃষ্ণনগরের তিনটি গ্রামের টেলি যোগাযোগ উন্নত করা হোক

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর, সোমবার,
জ দেশ ফাইভ-জি স্পিডে চলছে। ডিজিটাল ভারত। সরকারি অধিকাংশ কাজ ডিজিটাল প্লাটফর্মে চলে গেছে। সাধারণ মানুষ হয়তো নিজে মোবাইলে না হয় কেফে গিয়ে এ সুযোগ কাজে লাগাচ্ছেন। কিন্তু সমস্ত সুযোগ থেকে বঞ্চিত শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের তিনটি গ্রাম রাংখাল, উজনি রাংখাল ও মনিষ্যপুরের লোকরা। গ্রামগুলোতে মোবাইলের নেটওয়ার্ক খুঁজে পাওয়া বড় কঠিন। আজকের দিনে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব চিত্র।

এই গ্রামগুলির মানুষকে যদি কারও সঙ্গে ফোনে কথা বলতে হয়, ঘর থেকে বের হয়ে উঁচু স্থানে বা টিলার মাথায় দাঁড়াতে হয়। কেউ ফোন করলে তা গ্রহণ করা বা কথা বলার মতো সাধারণ কাজটিও হয়ে দাঁড়িয়েছে এক সংগ্রাম।

ইন্টারনেট পরিষেবা পাওয়া স্বপ্নের ব্যাপার। এই তিন গ্রামে ২জি পরিষেবাও নেই। ফলে পড়ুয়া থেকে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। 

বিধায়ক বা সাংসদরা প্রতিশ্রুতি দিলেও তা কোনও সুরাহা নেই। তিনটি গ্রামের মানুষ আজও আধুনিক প্রযুক্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত। বঞ্চিত নেট দুনিয়ার খবর থেকে। তাঁদের হাতে মুঠো ফোন থাকলেও গ্রামে সেটা খেলনার সমতুল্য। 

Spread the News
error: Content is protected !!