ধলাই থানায় আইন বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২১ জুন : ধলাই থানায় অনুষ্ঠিত হল আইন বিষয়ক সচেতনতা সভা। ২০২৩ সালে সংসদে আইন বিষয়ের কিছু পরিবর্তন নিয়ে আসা হয়, যেখানে আইপিসি ও সিআরপিসির পরিবর্তে এখন থেকে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধীনিয়ম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ ব্যবহার করা হবে। আগামী ১ জুলাই থেকে সমস্ত দেশে চালু হবে নয়া নিয়ম। আইনের নয়া বিষয় জনসাধারণের মধ্যে সজাগতা সৃষ্টি করতে শুক্রবার দুপুর দেড়টায় ধলাই থানায় আইন বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

ধলাই থানা এলাকার নাগরিক কমিটির সভাপতি সমাজকর্মী সিতাংশু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়। নতুন আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ধলাই থানার অফিসার ইনচার ইন্সপেক্টর মনোজ বরুয়া। বক্তব্য রাখেন সিওভিডিও রেবুল হোসেন বড়ভূইয়া ও নাগরিক কমিটির সভাপতি সিতাংশু দাস। সবাই আইনের নতুন নিয়ম উপস্থিত নাগরিকদের সামনে তুলে ধরেন। সে সভায় উঠে আসে মাদক প্রসঙ্গও। ধলাই থানা এলাকা মাদকদ্রব্যের হটস্পটে রূপান্তরিত রয়েছে। প্রতিনিয়ত ধলাই থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদকদ্রব্য সমেত পাচারকারীদের পাকড়াও করছে পুলিশ। তবুও লাগাম টানা যাচ্ছে না মাদক পাচারের।

ধলাই থানায় আইন বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত

ইন্সপেক্টর মনোজ বরুয়া তার বক্তব্য আইন বিষয়ক সচেতনতার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে সভায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। সমাজ থেকে মাদক নির্মূল করতে মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান রাখেন তিনি। এদিনের সচেতনতা সভায় উপস্থিত ছিলেন ধলাই থানা এলাকার বিভিন্ন প্রান্তের বুদ্ধিজীবী, ক্লাব সংগঠনে কর্মকর্তা ও সচেতন নাগরিক। উপস্থিত সবাই আইন বিষয়ের পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Author

Spread the News