শ্রীলঙ্কায় বামপন্থী প্রেসিডেন্ট অনুঢ়া কুমারার শপথ
২৩ সেপ্টেম্বর : শ্রীলঙ্কার নব-নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে সোমবার কলম্বোতে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। কলম্বো থেকে এএফপি সূত্রে এ খবর জানা যায়।
২০২২ সালে দ্বীপ দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কট দেখা দিলে ব্যাপক গণ বিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসের দেশ ছেড়ে পালিয়ে গেলে শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে এক সময়ের প্রান্তিক বামপন্থী মার্কসবাদী পার্টির নেতা দিশানায়েকে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৮ জন প্রার্থীকে পরাজিত করে জয়ী হন।
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে এক বিবৃতিতে, একেডি নামে পরিচিত ৫৫ বছর বয়সী এই নেতা বলেন, এই জয় আমাদের সকলের এবং শ্রীলঙ্কার নতুন অধ্যায় শুরু হয়েছে।
তিনি বলেন, আশা এবং প্রত্যাশায় লাখ লাখ মানুষের স্বপ্ন আমাদের এগিয়ে নিয়েছে এবং আমরা একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত। নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের সুশাসন এবং দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন দিসানায়েক।