বামনেতা শিক্ষক দুর্গেশরঞ্জন দে পুরকায়স্থ প্রয়াত

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : বামনেতা শিক্ষক দুর্গেশরঞ্জন দেব পুরকায়স্থ আর নেই। রবিবার বেলা ১১ টা ৩৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শিলচর শ্মশান রোডের সুনীল সরকার লেনের বাসিন্দা দুর্গেশরঞ্জন আজীবন বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিপিআইএমের একনিষ্ঠ কর্মী তথা জেলা কমিটির সদস্য ছিলেন। শ্রমিক সংগঠন সিটু জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন ইটিডব্লুটিসিসি সঙ্গেও। এছাড়াও শিলচর কাছাড় হাইস্কুল শিক্ষকতাও করেন। এক আদর্শবান শিক্ষক ছিলেন দুর্গেশরঞ্জন দেব পুরকায়স্থ। চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর সোনাবাড়িঘাটে মালিক বিহীন বেসরকারি স্কুল হলি লাইফের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন দক্ষতার সঙ্গে স্কুলের দায়িত্ব পালন করে সুনাম বৃদ্ধি করেছেন তিনি।

তিনি রেখে গেছেন স্ত্রী প্রতিভা দেব পুরকায়স্থ, ছেলে জয়দীপ দে পুরকায়স্থ, মেয়ে জয়ীতা দেব পুরকায়স্থ সহ অসংখ্য ছাত্রছাত্রী গণমুগ্ধ ও দলীয় কর্মকর্তা ও পরিজনদের। স্ত্রী প্রতিভা দে পুরকায়স্থ হিরণপ্রভা দে শিশু বিদ্যানিকেতনের শিক্ষিকা ছিলেন। দুর্গেশরঞ্জন দে পুরকায়স্থের মৃত্যুতে দল সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

বামনেতা শিক্ষক দুর্গেশরঞ্জন দে পুরকায়স্থ প্রয়াত
Spread the News
error: Content is protected !!