লক্ষ্মীবাজারে উদ্ধার লক্ষ্মীপ্যাঁচা

লক্ষ্মীবাজারে উদ্ধার লক্ষ্মীপ্যাঁচা

বরাক তরঙ্গ, ১ মে : সীমান্ত শহর করিমগঞ্জ লক্ষ্মীবাজার রোড থেকে উদ্ধার হল একটি লক্ষ্মীপ্যাঁচা। মঙ্গলবার বিকেলে আবাসিক এলাকা থেকে আহত প্যাঁচাটিকে অনেক কসরত উদ্ধার করেন সমাজকর্মী সুজন দেবরায়। প্যাঁচাটিকে উদ্ধার করে সমঝে দেওয়া হয় করিমগঞ্জ দাসপট্টি রেঞ্জ ফরেস্ট অফিসে। স্থানীয় সূত্রের খবর, লক্ষ্মীবাজার রোডে মঙ্গলবার সকালে প্যাঁচাটিকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে সেখানে ভিড় জমান এলাকার লোকজন।প্যাঁচাটির মাথায় সিঁদূর ও দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, এই প্রবল ঝড়ের মধ্যে পাখিটি কোন জায়গায় খুব আঘাত পেয়ে ওপর থেকে পড়ে যায়।

এদিকে, প্যাঁচাটিকে উদ্ধারে খবর পেয়ে তড়িঘড়ি করে সেই জায়গায় ছুটে যান সুজন দেব রায়। এরপর তাঁর সহযোগীদের নিয়ে প্যাঁচাটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় রেঞ্জ ফরেস্ট অফিসে। পরে সেখানেই বনকর্তাদের হাতে তোলে দেওয়া হয়। করিমগঞ্জ রেঞ্জ ফরেস্ট অফিস সূত্রে জানা গেছে যে, এমনিতেই লক্ষ্মীপ্যাঁচা আমাদের দিকে সচরাচর দেখা যায় না, সাদা রঙেরটি আরও বিরল। বর্তমানে এর প্রতিপালন ও দেখভালের দায়িত্ব বন বিভাগের। প্যাঁচাটিকে সুচিকিৎসা করিয়ে সুস্থ হলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

Author

Spread the News