পাথারকান্দিতে শেষ আটে নালিবাড়ি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টারে ফাইনালে স্থান নিশ্চিত করল নালিবাড়ি একাদশ। বৃহস্পতিবার ম্যাচ পাথারকান্দি মুণ্ডমালা খেলার মাঠে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে তারা ৫-১ গোলে হারায় কচুবাড়ি একাদশকে। ম্যাচে হ্যাটট্রিক গোল করেন  সাহারুল। যথাক্রমে ১০, ৩১ এবং ৪৩ মিনিটে গোল করে সাহারুল।

খেলার প্রথমার্ধ্বের ১০ মিনিটে কচুবাড়ি দলের হয়ে প্রতিভাবান খেলোয়াড় সাহারুলের একটি দুর্দান্ত শটে নালিবাড়ি ১-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ২৮ মিনিটে আলির গোলে সমতায় ফেরে কচুবাড়ি। পরে দ্বিতীয়ার্ধের বল দখলের লড়াইয়ে নালিবাড়ি দলের সাহারুল ৩১ এবং ৪৩ মিনিটে পর পর দুটি গোল করে হ্যাটট্রিক করেন। ৫০ এবং ৫৫ মিনিটে আরও দু’টি গোল করে দলের  জয় নিশ্চিত করেন নালিবাড়ি দলের জাবির আহমদ।

পাথারকান্দিতে শেষ আটে নালিবাড়ি

ম্যাচ পরিচালনা করেন আব্দুল আহাদ পাখি, মনোতোষ সিনহা, মঞ্জুর আহমদ ও অমিতাভ সিনহা। শুক্রবার দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ খেলতে নামবে মাগুরার রেবন ক্লাব ত্রিপুরার রাইনো ক্লাবের বিরুদ্ধে।

পাথারকান্দিতে শেষ আটে নালিবাড়ি

Author

Spread the News